
আখতার হুসেন
বাংলাদেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা আখতার হুসেনের জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর। তাঁর পেশাগত জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে; কাজ করেছেন দেশের প্রধান প্রধান পত্রিকায়। ছোটদের জন্য মৌলিক গ্রন্থ রচনার পাশাপাশি সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সংকলন। শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা। ময়ূরপঙ্খি থেকে প্রকাশিত তাঁর বইয়ের মধ্যে ‘উপদেশমূলক গল্প’ গ্রন্থমালা, ‘বুড়িমা’, ‘রাজকন্যা রুপালি’, ‘ধূর্ত উজির’ প্রভৃতি উল্লেখযোগ্য।