এ গ্রন্থমালার বই ছোটদের। এসব বই বড়দেরও। বড়দের কেন? কারণ, ছোট্ট সোনামণিরা যদি পড়তে না পারে, তাহলে বড়দেরকেই তো ওদের পড়ে শোনাতে হবে। আর ছোটরা পড়তে পারলে তো কথাই নেই। তারা এসব বই পড়বে আর ভাববে। ভাবনা শেষে ভীষণ মজা পাবে। শুধু তাই নয়, মজার পাশাপাশি পাবে নৈতিক শিক্ষাও।