top of page

ধ্রুব এষ
লেখক ও শিল্পী
স্বনামধন্য প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের জন্ম সুনামগঞ্জের উকিলপাড়ায়, ১৯৬৭ সালে। বিশ হাজারের বেশি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। এছাড়া গল্প, উপন্যাস আর ছড়াও লেখেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা সত্তরের বেশি। তাঁর ঝুলিত ে আঁকিয়ে এবং লেখক হিসেবে পুরস্কারের সংখ্যাও কম নয়। ময়ূরপঙ্খি থেকে প্রকাশিত তাঁর উল্লেখযোগ্য বই ‘রংপাতার গাছ’, ‘বুড়োর লম্বা দাড়ির কাহিনী’ এবং ‘আমার বাঘ মামাই’।
bottom of page