top of page
রীশাম শাহাব তীর্থ.webp

রীশাম শাহাব তীর্থ

শিল্পী

রীশাম শাহাব তীর্থের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক শেষ করে পেশায় এখন স্থপতি। এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকপত্রের জন্য ছবি আঁকার পাশাপাশি মুরাল ডিজাইন, কার্টুন, কমিক্স, ক্যারেক্টার ডিজাইন প্রভৃতির সাথে যুক্ত। ভালোবাসেন গান, বই, সিনেমা, ভ্রমণ আর নিজ কন্যার সাথে সময় কাটাতে। ময়ূরপঙ্খি থেকে প্রকাশিত তাঁর বই ‘বাবুইবেলা’।

BOOKS

bottom of page