top of page
শামীম আহমেদ
শিল্পী
শামীম আহমেদ নতুন নতুন জায়গার গল্প শুনতে আর ঘুরে বেড়াতে ভালোবাসেন। সেই গল্পগুলোই লেখা ও আঁকার চেষ্টা করেন। আঁকাআঁকির পাশাপাশি স্থাপত্যচর্চা করেন ‘স্টুডিও ঢাকা’ নামক প্রতিষ্ঠানে। একদিন ছোট ছোট স্কুল বানানোর স্বপ্ন দেখেন তিনি। ‘নদীর গল্প’, ‘বনভোজন’, ‘নিলু’ প্রভৃতি তাঁর অংলকরণে প্রকাশিত ময়ূরপঙ্খির বই।
bottom of page