top of page
কাজী তাহমিনা
লেখক
কাজী তাহমিনার জন্ম সিলেটে, বাড়ি ফরিদপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ছাত্রী। এখন পড়াচ্ছেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে। পড়তে, পড়াতে, ঘুরতে, খেতে আর জমিয়ে আড্ডা দিতে ভীষণ ভালোবোসেন। দুই মেয়ে ইনিয়ানা আর ইরাবতীর জন্যই শিশুতোষ লেখালেখির শুরু। ময়ূরপঙ্খি থেকে প্রকাশিত তাঁর বই ‘ছড়ায় ছড়ায় শিখি’, ‘প্রজাপতির গল্প’ এবং ‘রাজামশাই আর খেলার মাঠের গল্প’।
Books
bottom of page