top of page

Presenting... ব্রাজিলের লোককথা অবলম্বনে চিতা আর ছাগল

Writer: booquotationsbooquotations

Updated: Apr 19, 2021

গল্প : স্টেলা বারবিয়েরি ছবি : ফারনান্দো ভিলেলা

অনুবাদ : নাসরিন সুলতানা শীলা

নামলিপি : ইশরাত জাহান শাইরা


বই আলোচনা

ছবি ও লেখা: নিহা হাসান


বোকা বাঘ আর চালাক শিয়ালের গল্প কতই না শুনেছি। ঠিক তেমনি ব্রাজিলের লোককথায় সৃষ্টি চিতা আর ছাগলের মজাদার এক গল্প ‘চিতা আর ছাগল’। কিন্তু এই গল্পে বোকা কে? নাকি দুজনেই বোকা? কারণ, এই গল্পে -না বুঝেই এক চিতাবাঘ ও এক ছাগল মিলেমিশে অনেক পরিশ্রম করে একটা বাড়ি বানাল। বাড়ি বানানোর কাজ সম্পন্ন হতেই দুজন দুজনের কথা জানতে পেরে হতভম্ব হয়ে গেল। কিন্তু কেউই বাড়ির দাবী ছাড়তে রাজি নয়। প্রাণ হারানোর ভয় নিয়ে ছাগল বনের সবচেয়ে শক্তিশালী চিতার সাথে এক বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল। আর এদিকে চিতা ছাগলকে কোনো একদিন শিকার করবে ভেবে ভারী আনন্দ পাচ্ছে। একসাথে একে অপরকে সাহায্য সহযোগিতা করে এক বাড়িতে থাকলে কি হবে, তারা দুজনেই চেষ্টা করছিল কিভাবে অপরজনকে বাড়ি থেকে তাড়ানো যায়।⠀

একদিন এই বাড়ি বনের প্রাসাদে পরিণত হল, বনের সকল প্রাণীরা প্রায়শই দাওয়াত খেতে আসতো। এখন আর এই প্রাসাদের অংশীদার দুজন নন। বরং একজনই ঐ ছোট্ট বাড়ি থেকে মস্ত বড় প্রাসাদ বানিয়েছেন। তাহলে শেষ পর্যন্ত চালাক ধীশক্তির পরিচয় দিয়ে অপরজনকে তাড়িয়ে বাড়ি থেকে প্রাসাদ বানালো কে? যে-ই বানালো না কেন! তার চালাকির কৌশল ও তার পরিচয় জানতে চাইলে গল্পটি পড়তে হবেএএ..!⠀

Comments


  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Instagram
English%20final%20logo_edited.jpg
bottom of page